Beanibazarview24.com






মালয়েশিয়ায় ফের জাল পাসপোর্ট তৈরির অ’ভিযোগে তিন বাংলাদেশিকে গ্রে’প্তার করেছে দেশটির ইমিগ্রেশন পু’লিশ।
১০ এপ্রিল তামান আমপাং উটামা’র একটি কন্ডো আবাসিক ইউনিটে অ’ভিযান চালিয়ে তাদের গ্রেফতর করা হয়েছে।
অ’ভিযানের সময় পু’লিশ ১৩টি বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি দুই টুকরো নকল পু’লিশ প্রতিবেদন, অর্থ-লেনদেন, মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি জ’ব্দ করা হয়।
আম্পাং জায়া জে’লা পু’লিশ প্রধান, সহকারী কমিশনার মোহামাদ ফারুক এশাক জানিয়েছেন, ৩০ থেকে ৪৬ বছর বয়সী এ তিন বাংলাদেশির কাছে গ্রে’প্তারের সময় মালয়েশিয়া বসবাসের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।
১২ (১) (ক) পাসপোর্ট আইন ১৯৬৬, ধারা ১২, (খ) পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ধারা ((১) (সি) ইমিগ্রেশন আইন ১৯৫৯ অনুসারে ত’দন্ত চালানো হয়েছিল ১৯৬৩ (আইন ১৫৫) (সংশোধনী ২০০২)।
গ্রে’প্তারদের ২৪ শে এপ্রিল পর্যন্ত রি’মান্ডে নেয়া হয়েছে। তবে অধিকতর ত’দন্তের স্বার্থে গ্রে’প্তারদের নাম প্রকাশ করা হয়নি।
এই সিন্ডিকে’টের মোডাস অ’পারেন্ডির সাথে স’ম্পর্কিত ত’দন্ত চলছে এবং এই সিন্ডিকেট সদস্যদের শনাক্তে স্পেশাল টিম মাঠে কাজ করছে বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.