Beanibazarview24.com






ভালোবাসা দিবসের আগের দিন ভিন্নভাবে স্ত্রী তানিয়া রেজার সঙ্গে দেখা হয়ে গেল চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের। লন্ডন যাওয়ার জন্য বিমানের একটি ফ্লাইটে উঠেন অভিনেতা ফেরদৌসে। আর সেই বিমানটি চালিয়ে স্বামী ফেরদৌসকে লন্ডনের পথে ছুটতে থাকেন স্ত্রী। কারণ, এই অভিনেতার স্ত্রী ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন। আর এই ঘটনায় উচ্ছ্বসিত ছিলেন ফেরদৌস।




পোস্টের ক্যাপশনে ফেরদৌস লেখেন, ‘বিমানের সঙ্গে লন্ডন যাচ্ছি। কাকতালীয়ভাবে আমার স্ত্রী তানিয়া রেজা ক্যাপ্টেন। কত সুন্দর ফ্লাইট এবং দুর্দান্ত আতিথেয়তা। বিমানের সকল ক্রুকে ধন্যবাদ। বাংলাদেশ বিমান আমাদের গর্ব। আমাদের সবার উচিত বিমানকে সমর্থন করা।’





ছবিতে দেখা যায়, চা ও কাজু বাদাম খাচ্ছেন ফেরদৌস। সেই সঙ্গে বিমানের ভেতর তোলা ছবিতে এই নায়ককে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।
এ দিকে এই অভিনেতার পোস্টে বিভিন্নজন নানা ধরনের মন্তব্য করেছেন। বেশিরভাগ মানুষই তাকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্যে শামীমা আলম মুন্নি নামের একজন লেখেন, ‘বউ এর সঙ্গে ককপিড এ গিয়ে একটি পিকচার দিবেন না? আমার হাসবেন্ড যদি ক্যাপ্টেন থাকতো আর এরকম একটা কোইনছিডেঞ্চ হতো আমি শিওর একটা পিকচার তুলে দিতাম।’ গোপাল সাহা লেখেন, ‘অবশ্য ভয় পাওয়ারও কিছু নেই।
ভাবী বিমান চালাচ্ছে।’ বশির উল্লাহ লেখেন, ‘একেই বলে ভাগ্য, স্বামী পেসেন্জার আর স্ত্রী পাইলট।’ নূর-আলম লেখেন, ‘শুধু বউ অধিনায়ক থাকলে এরাম আপ্যায়ন পাওয়া যায়।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.