Beanibazarview24.com
সিলেট নগরীর জিন্দাবাজারে জালালাবাদ হাউস মার্কেটে আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মার্কেটের তৃতীয় তলার একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিকেল ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে এর আধ ঘণ্টা পরও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভবনটিতে অবস্থানরত ব্যবসায়ী এবং ক্রেতাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটের ভবনটিতে তিনটি ব্যাংক ও প্রায় অর্ধশত দোকান আছে। এছাড়াও বেশ কিছু গুদাম আছে।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ‘ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.