Beanibazarview24.com






ইতালিতে করোনায় একদিনে চার জন প্রবাসী বাংলাদেশির মৃ.ত্যু হয়েছে। এতে পুরো কমিউনিটিতে নেমে এসেছে শো.কে.র ছায়া। আবারও সং.ক্র.ম.ণ বাড়ায় দেখা দিয়েছে আ.ত.ঙ্ক।




ইতালিতে করোনা ম.হা.মা.রি শুরুর পর গত বছরের মার্চে কোভিড আ.ক্রা.ন্ত হয়ে মা.রা যান এক প্রবাসী বাংলাদেশি। এরপরই আ.ক্রা.ন্ত হতে থাকেন একের এক প্রবাসী। প্রা.ণ হা.রা.ন অন্তত ২৬ জন।




দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর আবারও বাংলাদেশি কমিউনিটিতে সং.ক্র.ম.ণ বাড়ছে। সবশেষ একদিনে চার জনের প্রাণ গেছে।
কোভিড বাস্তবতা মেনে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আ.ক্রা.ন্ত হয়ে মা.রা গেছেন ১ লাখ ২২ হাজার মানুষ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.