Beanibazarview24.com






রাজবাড়ী কালুখালীর হিমায়েতখালি গ্রামের হাবিবুর রহমান পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী কালুখালীর হিমায়েতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান হাবিব। তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।
জানা গেছে, জন্ম থেকেই হাবিবের দুই হাত নেই। ছোট বেলায় বাবা-মা, চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করেন তিনি। কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ৪.৬৭ পেয়ে পাস করেন। পাংশার উপজেলার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
সেখান থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ পেয়ে পাস করেন। একই মাদরাসা থেকে ২০১৯ সালে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে পায় জিপিএ-৪.৬৩ পান হাবিব।
অধ্যক্ষ সাঈদ আহম্মেদ জানান, হাবিব অত্যন্ত মেধাবী। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবারের আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়েছেন। পা দিয়ে লিখে এ রকম রেজাল্ট করা সত্যি কষ্টকর।
Comments are closed, but trackbacks and pingbacks are open.