Beanibazarview24.com






প্রায় ১১ দিন ধরে চলা ইসরায়েল ও হামাসের মধ্যকার যু.দ্ধে.র বিরতি টানা হয়েছে। জাতিসংঘের আহ্বানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মি.শরের মধ্যস্থতায় যু.দ্ধ.বি.র.তিতে সম্মত হয় ইসরায়েল ও গা.জার শা.স.ক গোষ্ঠী হামাস। যা স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে কার্যকর হয়েছে।




হামাস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যু.দ্ধ.বি.র.তির বিষয়টি নিশ্চিত করেছেন।




এদিকে এই যু.দ্ধ.বি.র.তি.তে নিজেদের বি.জয় হিসেবে দেখছে হামাস। তারা এটাকে নেতানিয়াহুর পরাজয় হিসেবে উল্লেখ করে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এমনটাই জানিয়েছেন হামাসের কর্মকর্তা আলী বারাকে। পাশাপাশি তিনি এও জানান ম.ধ্য.স্থ.তাকারী দেশের মাধ্যমে যু.দ্ধ.বি.র..তির বিষয়টি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তারা সতর্ক অবস্থায় থাকবে।




যু.দ্ধ.বি.র.তি ঘোষণার পর মধ্যরাতেই বিজয় মিছিল বের করে গা.জা.বা.সী। স্ব.স্তি ফিরে তাদের মধ্যে।
এদিকে এই যু.দ্ধ.কে ইসরায়েলের সে.নাবাহিনীর অভূতপূর্ব সাফল্য হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.