Beanibazarview24.com
জনপ্রিয় নেতা রিসেপ তাইয়েপ এরদোগানের স্মরণীয় জয়ে উল্লাসে মেতেছে ফিলিস্তিনও। রোববার (২৮ মে) রাতে উৎসবের নগরীতে পরিণত হয় গাজা উপত্যকায়। খবর রয়টার্সের।
রাতেই প্রাথমিক ফলাফল শেষে উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। এরদোগানের জয়ের আনন্দে খান ইউনূস শহরে মিষ্টি বিতরণ করা হয়। ওড়ানো হয় তুরস্কের পতাকা।
এ সময় তুর্কি প্রেসিডেন্টের ছবি নিয়ে গানের মাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তা জানান সাধারণ ফিলিস্তিনিরা।
বরাবরই ইসরায়েলি আগ্রাসনের কট্টর সমালোচক এরদোগান। যেকোনো হামলা-সহিংসতায় জানিয়েছেন ধিক্কার।
দুই রাষ্ট্র ভিত্তিক সমাধাণকে সবসময় সমর্থণ জানিয়ে এসেছে তাঁর সরকার।
Comments are closed, but trackbacks and pingbacks are open.