Beanibazarview24.com






লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত:
র্যাব, পুলিশ এবং আমাদের মিডিয়া যখন যুবলীগের জু’য়ার কা’রখানা নিয়ে ব্যস্ত, তখন আমি আপনাদের সবার আরজে’ন্ট সাহায্যে চেয়ে এই পোস্ট করছি। ছবির এই নিষ্পাপ বাচ্চাকে অমা’নবিকভাবে পি’টিয়েছে তারই জন্মদাতা পিতা আল তারেক। ছেলেটার মা শাওন রোমালিয়া তার স্বামীর কাছে থেকে আলাদা প্রায় তের বছর আগে থেকে।
গত দুই বছর আগে মায়ের কাছে থেকে বাচ্চাটিকে তার পা’ষণ্ড পিতা প্রায় জো’র করেই নিয়ে গেছে। কারণে-অকা’রণে সে তার শিশু সন্তানকে পি’টাতো প্রায়শই। গত পরশুদিনও এভাবে পি’টিয়ে রক্তা’ক্ত করেছে। ঘটনা শুনে ছেলের মা তার স’ন্তানকে উ’দ্বার করে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা করেছে। কিন্তু শিশুটির বাবা আমেরিকার ইমিগ্র্যান্ট এবং অনেক প্রভাবশালী।
তাই ভয়ে ছেলেটার অসহায় মা হাসপাতালে রেখে ছেলের চিকিৎসাও করাতে পারছেন না। উল্টো প্রাণ ভ’য়ে ছেলেকে এক বাসায় রেখে তিনিও পালিয়ে বেড়াচ্ছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। প্রায় একশত ক্রা’ইম রিপো’রটারদের কাছে ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ফোন নাম্বার দিয়েছি। আমার খুব প্রিয় ডিএমপির একজন খুবই সিনিয়র অফিসারকেও ঘটনা জানিয়েছি আমি। উনি সাথে সাথেই খিলক্ষেত থানার ওসি সাহেবের সাথে কথা বলেছেন এবং তাকে দ্রুত আ’ইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
কিন্তু ওসি সাহেব দাবি করছেন যে, মা’মলা না হলে আসা’মিকে গ্রে’ফতার করা যাবে না। কারণ আসামি নাকি আমেরিকার নাগরিক। কিন্তু এতো রাতে ছেলেটার মা খিলক্ষেত থানায় গিয়ে মাম’লা দা’য়ের করার সাহসও পাচ্ছেন না। কারণ তাকে সাহায্য করার মতো কোন পুরুষ মানুষ নেই।
উনি চাইছেন পুলিশের একটি টিম এসে তার কাছে থেকে লিখিত অভিযোগ নিয়ে যাক, অথবা পুলিশ প্রহরায় থাকে খিলক্ষে’ত থানায় নিয়ে যাক এবং মা’মলা দা’য়ের করার পরে বাসায় নিরাপদে রেখে যাক।
এ ক্ষেত্রে আমাদের টিভি সাংবাদিক যারা রাতের ডিউটিতে আছেন, তারা কি কোন হেল্প করতে পারবেন প্লিজ? শিশু অ’ধিকার নিয়ে কাজ করেন, এমন কেউ আছেন? অথবা আমার মতো নিজের খেয়ে বনের মহিষ তা’ড়ানো কেউ আছেন শিশুটি এবং তার মায়ের পাশে দাড়ানোর জন্য, প্লিজ, প্লিজ, প্লিজ।
অ’ভিযুক্ত তারেকের আমেরিকার ভিসা এবং টিকেট করা। তাই যে কোন মূহুর্তে পা’লিয়ে যেতে পারেন। অভিযু’ক্ত পা’ষাণ্ড বাবার নাম আল তারেক, খিলক্ষে’ত থানার আ’মতলাতে থাকেন। গ্রে’ফতারে সহয়তার জন্য তার ছবিও দিলাম।
-পূর্বপশ্চিমবিডি
Comments are closed, but trackbacks and pingbacks are open.