Beanibazarview24.com






সিলেট সদর উপজেলার বাদাঘাটের অসহায় কুতুব উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ালেন হিরো আলম ফান্ডোশনের চেয়ারম্যান আশরাফুল হোসেন (হিরো আলম)।
তিনি বিমানযোগে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পোছেন।
সেখান থেকে তিনি বাইশ টিলার ছামাউরা কান্দি শাহজাহান মিয়ার বাড়িতে বিশ্রাম নেন।�
এরপর তিনি অসহায় কুতুব উদ্দিনের বাড়িতে যান এবং তাদের ঘর নির্মাণের জন্য কিছু আর্তিক সাহায্য করেন। পরবর্তীতে আরও অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.