Beanibazarview24.com






ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন দেশের জনপ্রিয় ও গুণী অভিনেতা মোশাররফ করিম। তবে অভিনয়ের বাইরে আরেকটি গুন রয়েছে এই অভিনেতার। কাজের ফাঁকে অবসর পেলে লেখালেখিও করেন মোশাররফ।




সম্প্রতি ‘সরি ২’ নামের একটি নাটকে লিখেছেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন জাহিদুর রহমান। শুধু তাই নয়, গল্প লেখার পাশাপাশি স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে তিনি অভিনয়ও করেছেন সেই নাটকে। নাটকের গল্পে, একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে প্রচারের পর বেশ প্রশংসাও কুড়িয়েছে নাটকটি।




অভিনেতা মোশাররফ করিম বলেন, একটি শিক্ষনীয় বিষয় রয়েছে নাটকটিতে। ভালো লাগা থেকেই কাজটি করেছি। এই নাটকের মত সব মানুষের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন এই অভিনেতা। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভীষণ ভালো লেগেছে। দিন যত যাবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বৃদ্ধি পাবে।




উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব ফিল্ম ও সিনেমা। এ ছাড়া ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.