Beanibazarview24.com






সিলেটের বিশ্বনাথে সোমবার অনুষ্ঠিত হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা।
উপজেলার দেওকলস ইউনিয়নের মঠুককোনা গ্রামের উত্তরের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা প্রথম দিনের প্রতিযোগীতা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত দৌঁড় বা ফাইনাল।
চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতায় ‘সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৬০টি ঘোড়া নিয়ে দৌঁড় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন সৌখিন ঘোড়ার মালিকরা।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগীতা কমিটির সাধারণ সম্পাদক লোকমান মিয়া জানান, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে বিশ্বনাথে ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা বন্ধ ছিল। পূর্ব পুরুষদের ঐতিহ্যবাহী ওই ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা আমাদের এলাকা থেকে প্রায় বিলিন হতে চলেছে। ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতার ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.