Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বিখ্যাত মা.নবাধিকারকর্মীর মৃ.ত্যু


যুক্তরাজ্যে সড়ক দু.র্ঘটনায় নি.হ.ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত মা.নবাধিকারকর্মী আলা আল সিদ্দিক। রোববার আমিরাতের মা.নবাধিকারকর্মীরা তাঁর মৃ.ত্যু.র বিষয়টি নিশ্চিত করেন। তাদের দাবি, লন্ডনে সড়ক দুর্ঘটনার মাধ্যমে হ.ত্যা করা হয়েছে আলা আল সিদ্দিককে।

২০১২ সাল থেকে সিদ্দিক ও তার স্বামী আব্দুলরহমান বাজুবীর রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। ২০১১ ও ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার আলা আল সিদ্দিকের বি.রু.দ্ধে কিছু অভিযোগ আনে, যেখানে বলা হয় তিনি রাষ্ট্রের সুনাম ক্ষু.ণ্ন করেছেন। এসব অ.ভিযোগের ভিত্তিতে তাকে আ.ট.কও করা হয়। এরপর যুক্তরাজ্যে পাড়ি দেন সিদ্দিক ও তার স্বামী আব্দুলরহমান বাজুবীর।

আলা আল সিদ্দিক মানবাধিকার সংগঠন এএলকিউএসটি নির্বাহী পরিচালক ছিলেন। মানবাধিকার সংগঠনটি সংযুক্ত আরব আমিরাতসহ পুরো গাল্ফ রিজিয়ন নিয়ে কাজ করে। পরে এক টুইট বার্তায় সিদ্দিকের মৃ.ত্যু.র ধরন নিয়ে উ.দ্বে.গ প্রকাশ করেছে এএলকিউএসটি।

সিদ্দিকের মৃ.ত্যু.তে সমবেদনা জানিয়েছেন বিশ্বের অন্যান্য মা.নবাধিকারকর্মীরা। জায়ান্ট লিবার্টি নামের যুক্তরাজ্যের একটি মা.নবাধিকার সংগঠন বলছে, সিদ্দিকের মৃ.ত্যু.তে বিশ্ব মা.নবাধিকার আ.ন্দোলনের ব্যাপক ক্ষ.তি হয়েছে।

এক টুইট বার্তায় ফাতিমা সাইদ নামের এক মা.নবাধিকারকর্মী বলেছেন, আলা আল সিদ্দিক জীবনের একটি বড় অংশই কা.টি.য়েছেন নিজের বা.বাসহ বিনাদোষে কা.রা.গা.রে ব.ন্দী.দের মু.ক্তির দাবিতে। তার বাবা হয়তো একদিন কা.রামু.ক্তি পাবেন কিন্তু দেখতে পারবেন না মেয়ে সিদ্দিক।

২০১৩ সালে আলা আল সিদ্দিকের বাবা মোহাম্মদ আল সিদ্দিককে গ্রে.ফ.তার করে সং.যুক্ত আরব আমিরাত পুলিশ। তখন থেকেই কা.রা.গা.রে আছেন তিনি। মোহাম্মদ আল সিদ্দিক সংযুক্ত আরব আমিরাতের একজন বিখ্যাত আন্দোলনকর্মী।

সূত্র: আল জাজিরা

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.