Beanibazarview24.com






চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খেলতে এসেছেন রবিন দাস। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যানের বাবা মৃদুল কান্তি দাসের আদি নিবাস সিলেটের সুনামগঞ্জে। এবার তার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোচনায় থেমে যায়।




পরে রবিনকে দলে নেয় ঢাকা ডমিনেটর্স। বাবার দেশে খেলতে আসতে পেরে খুবই রোমাঞ্চিত রবিন সাংবাদিকদের জানালেন নিজের অনুভূতির কথা।
আজ সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকার অনুশীলন শেষে সাংবাদিকদের রবিন দাস বলেন, ‘আমি অনেক বেশি রোমাঞ্চিত। এটা আমার বাবার দেশ। তিনি আমাকে বাংলাদেশের বাড়ির কথা বলতেন।
তিনি খুবই খুশি যে আমি এই টুর্নামেন্ট খেলতে এসেছি। পরিবারের সবাইও খুব খুশি, অনেক রোমাঞ্চিত। শুধু আমার পরিবারের সদস্যরাই নয়, আমার এখানের আত্মীয়রাও খুব খুশি। তারা আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে। আশা করি খেলতেও দেখবে।’
আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। এই সুযোগে বাবার আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানান রবিন, ‘অবশ্যই! আমি যখন দলের সঙ্গে সিলেটে যাব, তখন আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেখানে (সুনামগঞ্জ) যাওয়ার পরিকল্পনা করব।
আমি আমার আত্মীয়দের দেখতে যাব। আমার বাবার পরিবারের সঙ্গে দেখা করব। সিলেটে বাবার শহরে খেলতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।’ তবে রবিনের স্বপ্ন ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়া, ‘এখন আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। তবে আমি ভবিষ্যতের জন্য কোনো দরজাই বন্ধ করতে চাই না। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.