Beanibazarview24.com






পূর্ণিমার অস্ট্রেলিয়া যাওয়ার খবর শুনে শাবনূরও পূর্ণিমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজছিলেন। অতঃপর দুই নায়িকা দেখা করেন, আড্ডায় মেতে ওঠেন। ফেসবুক লাইভে এসে নেটিজেনদেরও নিজেদের আড্ডায় শামিল করেন তারা। সপরিবারে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিলো তার।




শাবনূর জানান, ‘পূর্ণিমার অস্ট্রেলিয়া আসার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি। আমাদের সম্পর্কে মানুষের বাজে ধারণা আছে। সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক।’





পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। শাবনূর আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে পড়ে।’




প্রসঙ্গত, শাবনূর ও পূর্ণিমাকে একসঙ্গে ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘বলো না ভালোবাসি’, ‘স্বামী-স্ত্রীর যু/দ্ধ’ সিনেমায় দেখা গেছে। আবারও একসঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।




Comments are closed, but trackbacks and pingbacks are open.