Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

জীবনে ভণ্ডামি করি নাই: তিন্নি


গেল কয়েক দিন আগে র‌্যাব অভিযান চালিয়ে মাদকসহ গ্রেপ্তার করেন চিত্রনায়িকা পরীমণিকে। এরপর নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন‌্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শোবিজ অঙ্গনের অনেককে তাদের নিয়ে নানারকম মন্তব‌্য করতে দেখা যায়। কিন্তু সহকর্মীদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন কানাডা প্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। একইসঙ্গে গুজবে অকারণে নিজেকে না জড়ানোর অনুরোধ করেছেন তিন্নি।

মঙ্গলবার (১০ আগস্ট) ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে ব্যক্তি জীবনের পাশাপাশি আরও কিছু বিষয় তুলে ধরেন তিন্নি।

তিনি লেখেন, ‘ সেই এক কাসুন্দি ২০১০ সাল থেকে। কী হইলো কেমনে হইলো- এসব চলতেছে, হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।

অভিনেত্রী লেখেন, ‘তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো- এখন আমি সুন্দর দুটি কন্যাসন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল। আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা।’

নিজেকে মনখোলা আর আশাবাদী মানুষ দাবি করে তিন্নি উল্লেখ করেন, ‘আমি আগের মতই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি, যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠবো, মানুষকে রেঁধে খাওয়াবো। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়াবো, কষ্ট পেয়েছি তাই কষ্টের মূল্য বুঝি।’

এই অভিনেত্রী নিজের জীবনে ঘটে যাওয়া আগের কোনও বিষয় সামনে না নিয়ে আসার আহ্বান জানিয়ে লেখেন, ‘আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না! আমরা সবাই তো কারো সন্তান, আমারো তো মা-বাবা আছে নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কী স্বাভাবিক নয়?’

প্রবাসী এই অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘শুনেছিলাম, ‘মানুষের হায় লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়’। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি। আমরা কী পারি না ভালোভাবে-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন অন্য কেউ বাঁচতে দিন! আসুন সবাই আবার মানুষের মতো কাজ করি। ’

সন্তানদের জন্য দোয়া চেয়ে তিন্নি আরও লেখেন, ‘জীবনে ভণ্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো জীবন হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া, আশীর্বাদ করবেন, যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আমি কী ভুল বললাম?’

২০০২ সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ নির্বাচিত হন তিন্নি। এরপর মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে ধারাবাহিক ‘৬৯’ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দেন এই অভিনেত্রী।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.