Beanibazarview24.com






বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। কখনো চর্চায় থাকেন কাজ নিয়ে তো কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। তবে পাত্র খুঁজতে গিয়ে এবার শিরোনামে উঠেছেন এই অভিনেত্রী। মুক্তি পেতে যাওয়া নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ প্রচারের ফাঁকেই নিজের মনের কথা জানালেন রাইমা।




নতুন সিরিজ সম্পর্কে কথা বলতে বলতেই উঠে এলো তার বিয়ের প্রসঙ্গ। ভারতীয় একটি গণমাধ্যমে রাইমা বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’ এক দিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি, অন্য দিকে আবার রাজ পরিবারের মেয়ে। পাত্র খোঁজা কি এতই সহজ?




কেমন পাত্র চাই তার? এমন এক প্রশ্নে, অভিনেত্রীর স্পষ্ট উত্তর ‘ভাল মানুষ চাই।’ তিনি আরো বলেন, ‘আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’




এই তারকা অভিনেত্রীর এক জন ভাল বন্ধু চাই, এমনটাই জানালেন অভিনেত্রী। হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বেশি সংখ্যক কাজের থেকেও ভাল কাজ করা তার লক্ষ। তাই তো রাইমার কথায়, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে।
কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কি দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.