Beanibazarview24.com






স্পেনের ছিটমহল সেউটায় এসে ভিড়ছেন হাজার হাজার অভিবাসী। গত সোমবার একদিনেই প্রায় ছয় হাজার ‘ম.রে যাব, তবু দেশে ফিরব না’ অনি.য়ন্ত্রিতভাবে প্রবেশ করেছেন, যাদের অধিকাংশই মরক্কোর নাগরিক।




ছিটমহলটিতে এর আগে কখনো একদিনে এত অভিবাসনপ্রত্যাশী প্রবেশের ঘটনা ঘটেনি। স্পেন-মরক্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা সীমান্তে অভিবাসীদের ভিড় বেড়ে যাওয়ার একটি কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পানির বোতল যখন বাহন
খালি পানির বোতলের সাহায্যে সাগরে ভেসে থেকে স্পেনের সেউটার তটে এসে পৌঁছায় মরক্কোর এক বালক। পানির বোতলের সহায়তায় তার ভেসে থাকার দৃশ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্তমানে আলোচিত হচ্ছে।




‘ম.রে যাব, তবুও…’
ছেলেটি সম্পর্কে সীমান্ত পুলিশকর্মী রাশিদ বলেন, ‘ছেলেটি ফিরে যেতে চায়নি, কারণ, মরক্কোতে তার কোনো পরিবার নেই। সে যদি শীতে মারাও যেত, তাতেও তার হেলদোল ছিল না। সে ম.রে যেতেও প্রস্তুত ছিল, কিন্তু মরক্কোতে ফিরে যেতে রাজি না। এত অল্পবয়সী কারো মুখে আমি এমন কথা কোনো দিন শুনিনি।’




বর্তমান
কাঁদতে থাকা ছেলেটিকে সীমান্ত পুলিশ দুই দেশের মাঝের জায়গায় নিয়ে যায়। কিন্তু স্পেন থেকে অপ্রাপ্তবয়স্কদের ফেরত পাঠানো অবৈ.ধ। কিন্তু সেউটায় পৌঁছানোর পর ছেলেটি এখন কোথায়, তা জানে না সীমান্ত পুলিশ।




রেবাতের পদক্ষেপ
চলতি সপ্তাহে মরক্কো কর্তৃপক্ষ সীমান্তবিধি শিথিল করলে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বেড়ে যায়। প্রায় আট হাজার অভিবাসী এখন পর্যন্ত সেউটায় এসে পৌঁছেছেন।
ভেসে যাওয়া কোলের শিশু
স্পেনের পুলিশসূত্রে একটি চিত্র বর্তমানে আলোচিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে, যে এই সাগরপথে আসতে গিয়ে তার বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিশুটিকে উ.দ্ধার করেছে সীমান্ত পুলিশ।
সীমান্ত পুলিশ যা বলছে
স্পেন সীমান্ত পুলিশকর্মী আল মেসাউই মরক্কোর প্রচলিত দারিজা আরবি ভাষা বলতে পারেন। তাই অভিবাসনপ্রত্যাশীদের সাথে কথা বলতে পারেন তিনি।
রয়টার্সকে তিনি বলেন, ‘সেই ছেলেটির জন্য আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আমরা অভিবাসীদের বলি, পরিবারকে না ছেড়ে দিতে। আমরা তাদের বলি নিজের দেশে হাজার কষ্ট থাকলেও নিজের পরিবারের সঙ্গে থাকতে।’
সূত্র: ডয়েচে ভেলে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.