Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সবাই পাশ কাটিয়ে গেলেও ইসরায়েলি নি.পী.ড়.ন মেনে নেব না: এরদোয়ান


ফিলি’স্তিনে ইস’রায়েলি হা’মলার বি’রুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (১৪ মে) তিনি বলেন, যদি গোটা বিশ্বও পাশ কাটিয়ে যায়, তবুও ইস’রায়েলি নি’পীড়ন মেনে নেবে না তুরস্ক।-খবর ইয়ানে শাফাকের

ক্ষমতাসীন দল একে পার্টির এক ভা’র্চুয়াল বৈঠকে তিনি বলেন, যারা গাজায় ইস’রায়েলি র’ক্তপাতে নীরব কিংবা প্রকাশ্যে সম’র্থন দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত—একদিন তাদের পালাও আসবে। সাধারণ পরিষদে নেওয়া সিদ্ধান্ত অনুসারে জেরুজালেমে শান্তি নিশ্চিত করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব।

শান্তির নিশ্চিতের দায়িত্ব নিতে ও জাতিসংঘের যে কোনো উদ্যোগে সক্রিয়ভাবে সম’র্থন দিতে তুরস্ক প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইস’রায়েলি হা’মলার বি’রুদ্ধে ইস’লামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যদি কোনো বাস্তবিক পদক্ষেপ না নেয়, তবে সংস্থাটির অস্তিত্ব আস্তা হারিয়ে ফেলবে।

এদিকে অব’রুদ্ধ গাজায় ইস’রায়েলি বাহিনীর হা’মলা অব্যাহত চলছে। শুক্রবারও (১৪ মে) বিমান হা’মলার পাশাপাশি কা’মানের গো’লাও নিক্ষেপ করা হচ্ছে।

এতে নি’হতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯। নি’হতদের মধ্যে ৩১টি শি’শু ও ১৯ নারী রয়েছেন।

পাঁচদিন আগে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৮৩০ জনের মতো আ’হত হয়েছেন। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে।

এ যাবত কালের সবচেয়ে সহিং’স রাত পার করার জানিয়েছেন ফিলি’স্তিনিরা। সহিং’সতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইস’রায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অ’ভিযান অব্যাহত থাকবে।

প্রতিরোধ আ’ন্দোলন হামাসের রকেট হা’মলাও অব্যাহত রয়েছে। শুক্রবার সকালের দিকে আশকেলন শহরে তাদের রকেট আ’ঘাত হেনেছে।

ইস’রায়েলের বিভিন্ন স্থানে শত শত রকেট হা’মলা করা হয়েছে। এছাড়া পশ্চিমতীরে ইস’রায়েলের অ’বৈধ বসতিস্থাপনকারী ও ফিলি’স্তিনি নাগরিকদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

দক্ষিণ লেবানন থেকেও ইস’রায়েলে তিনি রকেট হা’মলা করা হয়েছে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.