Beanibazarview24.com






দেশের অন্যতম সুন্দর স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নয়নাভিরাম এই মাঠের কাঠামোতে আধুনিকতার ছোঁয়া ছিল সবখানেই। তবে ছিল খানিক ত্রুটিও। গ্রিন হিল নামের সবুজ গ্যালারি দিয়ে চাইলে ঢুকে পড়তে পারতো যে কেউই। এবার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সে পথ।




সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি পাহাড়ের কোলে চা বাঘানে ঘেরা। মাঠের চারপাশে সবুজের সমারোহ। পেছনের লাক্কাতুরা চা বাঘান এমনিতেই পর্যটকদের আগ্রহের জায়গা। আর ওই পাশ দিয়েই অনায়েসে নিরাপত্তা বেস্টনী টপকে ভেতরে প্রবেশ করা যেত।




সর্বশেষ বিপিএলেও রাতের ম্যাচগুলোতে প্রচুর দর্শক বিনা টিকিটে গ্যালারিতে ঢুকে পড়ে। এবার টনক নড়েছে কর্তৃপক্ষের। আয়ারল্যান্ড সিরিজের আগেই সে পথ বন্ধ করে দেওয়া হচ্ছে।

আজ সরজমিনে গিয়ে দেখা যায় পুরো স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াতে কাঁটা তার দিয়ে বেস্টনী দেওয়া হচ্ছে। শুধু কাঁটা তার নয়, ৯ টি নতুন ল্যাম্প পোস্টও সংযোজন করা হয়েছে। যাতে করে প্রবেশ পথে কোনো জায়গা অন্ধকার না থাকে।




ইংল্যান্ড সিরিজের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে ধুলোমাখা মেয়ার নিয়ে কম সমালোচনা হয়নি। তবে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যালারির চেয়ার দেখা যাচ্ছে।




আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি শেষে ঢাকায় ৪ এপ্রিল মাঠে গড়াবে একমাত্র টেস্ট।
সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেটে পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুর দুইটা থেকে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছে বেশিরভাগ ক্রিকেটার। দলের সাথে সিলেট যাননি সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজ শেষ করে তিনি দলের সাথে যোগ দিবেন পরে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.