Beanibazarview24.com






লিবিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে জানা গেছে। তাদের সবার মৃ.ত্যু.র আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা এস.ও.এস-এর বরাত দিয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সেবিষয়ে কিছু জানা যায়নি।
খবর পেয়ে তাদের উ.দ্ধা.রে কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অ.বৈ.ধ.ভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় কাউকে জী.বি.ত উ.দ্ধা.র করা না গেলেও ১০ জনের ম.র.দে.হ সাগরে ভাসতে দেখা গেছে।
অ.বৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে থাকে মা.ন.ব.পা.চা.রকারীরা। ডুবে যাওয়া অ.ভিবাসীদের উ.দ্ধা.রে অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন সংস্থা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবারের (২২ এপ্রিল) ওই মর্মান্তিক দুর্ঘটনা ছাড়াই এই বছরেই ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি শর.ণার্থীর মৃ.ত্যু হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.