Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বিদেশগামীদের হয়রানি থেকে রক্ষায় প্রচারণোয় ইমিগ্রেশন পুলিশ


বিদেশগামী যাত্রীদের হয়রানি ও প্রতারণার বিষয়ে সচেতন করতে প্রচারনায় নেমেছে ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরে কোনো যাত্রী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য মার্চের শুরু থেকেই এই প্রচারনা চালানো হচ্ছে।

প্রচারনার অংশ হিসেবে ইমিগ্রেশন পুলিশ একটি নোটিস জারি করেছে। সেখানে অনলাইনে এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট, এয়ারপোর্ট সাপোর্টসহ নামে অ্যাকাউন্ট খুলে যাত্রীদের থেকে টিকেটের অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে টিকেট বিক্রেতার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জানানোর জন্যও নোটিসে বলা হয়।

কোনো বিদেশগামী যাত্রী বিমানবন্দরে কোনো ধরনের সমস্যায় পড়লে তাকে সংশ্লিষ্ট কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে নোটিসে তাদের পদবীসহ মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। “আমরা চাই বিমানবন্দরে কোনো যাত্রী যেন সমস্যায় না পড়ে। সেই জন্যই এই ব্যবস্থা,” বলেন ইমিগ্রেশন পুলিশের ওই শীর্ষ কর্মকর্তা।

নোটিসে বলা হয়েছে, ভিজিট, ট্যুরিস্ট ভিসায় দুবাই, ইউএই গমনেচ্ছু যাত্রীদের এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে অতি মুনাফালোভী টিকেট বিক্রেতারা অতিরিক্ত মূল্য আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিদেশ গমনে বাধা, প্রতারণা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় আইনগত সেবা নিতে ভুক্তভোগীদেরকে বিমানবন্দরে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটকে জানানোর অনুরোধ জানিয়ে দায়িত্বরত কর্মকর্তার মোবাইল নম্বর (০১৩০৪০৫০৬০৩) দিয়ে দেওয়া হয়েছে নোটিসে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল বলেন, “যাত্রীদের যে সমস্ত অভিযোগের সমাধান করা আমাদের কর্মপরিধির মধ্যে রয়েছে সেগুলো আমরা সব সময়ই নিষ্পত্তি করি। কোনো যাত্রী তাদের সমস্যা বা হয়রানির সুনির্দিষ্ট কোনো অভিযোগ করলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নোটিসে যাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তারা হলেন-

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী পুলিশ সুপার (ওসি ইমিগ্রেশন) ০১৩২০০০৫৯০২, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০০০৫৩৭৬, বিশেষ পুলিশ সুপার, ০১৩২০০০৫১১১, বিশেষ পুলিশ সুপার ০১৩২০০০৫১০২, এডিশনাল ডিআইজি ০১৩২০০০৫০৩৫ এবং ইমিগ্রেশন পুলিশের ডিআইজি ০১৩২০০০৫০০৬।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ০১৯১১৭৩৩০৫৫, বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন ০১৩২০০০৫১০৮।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০০০৫৪০৭, বিশেষ পুলিশ সুপার ০১৩২০০০৫১০৭।

এছাড়াও যেকোনো প্রয়োজনে www.police.gov. bd/ এবং immi.gov. bd/ ঠিকানায় যোগাযোগ করতে ইমিগ্রেশন পুলিশের নোটিসে বলা হয়েছে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.