Beanibazarview24.com






ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিজীবনে ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন, যা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
ফারিয়ার ভাষ্যমতে, নাটক বা সিনেমায় যা দেখানো হয়, বাস্তবে তা হয় না।
বুধবার (২৫ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ফারিয়া। সেখানে চারদিকে ছড়ানো লাল গোলাপের পাপড়ির মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যায় তাকে। অভিনেত্রীর পরনেও লাল শাড়ি। গোলাপের পাপড়ির চারপাশে জ্বলতে থাকা মোমের মৃদু আলো এক মায়ার আবেশ তৈরি করেছে।
ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এসব শুধু নাটকেই হয়। বাস্তবে শুধু অভিমান, অভিযোগ আর কাইজ্জ্যা (ঝগড়া)। তারপর একদিন ছেড়ে চলে যাওয়া।’
ফারিয়ার এমন ভাষ্যে নেটিজেনদের অনেকেই সহমত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঠিক ঠিক।’
আরেকজন জানিয়েছেন, ‘অভিমানের পর মানাতেও হয়।’
অন্যজন লেখেন, ‘এটা কি নাটকের দৃশ্য?’ তার জবাবে পাল্টা প্রশ্ন করে ফারিয়া লিখেছেন, ‘বাস্তবে এসব কেউ করে?’
Comments are closed, but trackbacks and pingbacks are open.