Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

তিন দিনে মৌলভীবাজার পর্যটনে আয় ৫ কোটি টাকা


টানা তিন দিনের ছুটিতে মৌলভীবাজার জেলার পর্যটনকেন্দ্রগুলোতে ২৫-৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। এতে এই জেলার পর্যটন খাতে পাঁচ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন হোটেল-রিসোর্ট মালিকদের সংগঠন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা।

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে রোববার ছুটি থাকায় সারা দেশের সব পর্যটন এলাকার মতো চায়ের রাজ্য মৌলভীবাজারেও পর্যটকের ঢল নেমেছিল। বেসরকারি উদ্যোগে এখানে গড়ে ওঠা পাঁচ তারকা মানের রিসোর্টসহ শতাধিক হোটেল-রিসোর্টে ছিল পর্যটকের ভিড়।

শ্রীমঙ্গল, সবুজ গালিচা চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হরিণছড়া গলফ মাঠ, পরিযায়ী পাখির বাইক্কা বিল, হাইল হাওর, বধ্যভূমি একাত্তরসহ সব দর্শনীয় স্থানগুলোতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে পিকনিকে বাস ভাড়া নিয়ে ডে ট্যুরে আসা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ করপোরেট পর্যটকের আগমনে মুখর হয়ে ওঠে পুরো জেলা।

হোটেল মালিক সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এবারের পুরো শীত মৌসুমেই পর্যটকের আগমন ঘটবে। কারণ এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। রাজধানী ঢাকা থেকে খুব কাছের এবং নিরিবিলি পরিবেশে অবকাশ যাপনের জন্য মৈলভীবাজারের শ্রীমঙ্গল অতুলনীয়।

এ ছাড়াও জেলার চা বাগান বেষ্টিত এলাকা শ্রীমঙ্গল, বাইক্কাবিল হাওর, হাকালুকি হাওর, কাউয়াদিঘী হাওর, মাধবকুণ্ড ইকো পার্ক, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। এসব পর্যটনকে আকর্ষণীয় করা হলেও অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শ্রীমঙ্গল উপজেলা পাঁচ তারকা মানের হোটেলসহ ৭০টিসহ জেলায় শতাধিক হোটেল রিসোর্ট রয়েছে।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জেলায় পর্যটকের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান, বর্ষীজোড়া ইকো পার্ক, মুরইছড়া ইকো পার্ক রয়েছে। এর মধ্যে শুধু লাউয়াছড়া উদ্যান থেকে গত (২৫ ডিসেম্বর) শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে ২ লাখ ৬৯ হাজার ৪০৪ টাকা আয় হয়েছে। এর মধ্যে বিদেশি পর্যটক নারী-পুরুষ, শিশুসহ ছিলেন ২২ জন। দেশি পর্যটক ছয় হাজার ৪১৯ জন ছিলেন। ছোট-বড় যানবাহন ছিল ৩৪৭টি।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমদ জানান, এই তিন দিনে মৌলভীবাজার জেলায় প্রায় ২৫-৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। শুক্র, শনি ও রোববার সবকটি হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং ছিল। পর্যটকের থাকা-খাওয়া, পরিবহন, হকারসহ কেনাকাটা সবমিলিয়ে পাঁচ কোটি টাকা আয় হয়েছে। বিশেষ করে পুরো শ্রীমঙ্গল উপজেলায় পাঁচ তারকা মানের রিসোর্টসহ সবাই ভালো ব্যবসা করেছে। ধারণা ছিল, অন্তত ২০ কোটি টাকা আয় হবে।

পর্যটনখাতে বাধা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, একই দৃশ্য পর্যটকরা বার বার দেখতে না চান না। সেজন্য নতুনত্ব সৃষ্টি করা জরুরি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপুল পর্যটকের সমাগম ঘটলেও ট্যুরিস্ট পুলিশ ব্যতীত আর কোনো সংস্থার তেমন তৎপরতা দেখা যায়নি। এছাড়া বিভিন্ন চা-বাগানসহ দর্শনীয় স্থানে সরু সড়ক থাকায় দুটি গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এতে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।

তিনি মাধবপুর লেকের রাস্তা এবং শ্রীমঙ্গল ডলুবাড়ি হয়ে নূরজাহান চা-বাগানের সড়কটি প্রশস্ত করার দাবি জানান।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.