Beanibazarview24.com






চলে এসেছে পবিত্র মাহে রমজান। সাহরী ও ইফতার রমজানের অন্যতম আকর্ষণ। তবে রোজার সময় অধিকাংশ মুসল্লি সাহরী খাওয়া নিয়ে সমস্যায় পড়েন। ভোর রাতে উঠে সাহরী খেতে হয়। অনেকে সময় মতো সাহরী খেতে পারেন না। ফলে বিভিন্ন দেশে ভোর রাতে মুসল্লিদের ডেকে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।




সাহরী খাওয়ার জন্য ঐতিহাসিক এক রীতি অনুসরণ করা হয় তুরস্কের ইস্তাম্বুল শহরে। প্রতি বছর রমজান মাসের পত্যেক দিন ভোর রাতে ৩ হাজার ৪০০ ড্রাম বাজিয়ে মুসল্লিদের সাহরী খাওয়ার জন্য ডাকা হয়। এ কাজে বিভিন্ন বয়সের মানুষজন অংশ নিয়ে থাকেন।




ড্রাম বাজানোর জন্য ঐতিহাসিক পোশাক পরিধান করা হয়। অটোমান সাম্রাজ্যের বাদশারা যে ধরনের পোশাক পরিধান করতেন সেই ধরনের পোশাক পরিধান করে ড্রাম বাজানো হয়। ড্রাম বাজানোর সাথে সাথে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করা হবে। আর এ কাজে অংশ নিবেন ৯৬৩ জন প্রতিবেশী।




Comments are closed, but trackbacks and pingbacks are open.