Beanibazarview24.com
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। তাই ভালোবাসার মানুষের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ভারতীয় তরুণী। সিরাজগঞ্জে প্রেমিকের বাড়িতে এসে উঠেছেন তিনি। সেখানেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন তারা স্বামী-স্ত্রী।
ভারত থেকে ছুটে আসা তরুণীর নাম নাইসা মল্লিক (২৬)। তার স্বামী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা জুয়েল সরকার (২৪)।
রোববার (৪ জুন) দুপুরে ওই তরুণ ও তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেইসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার সুবাদেই গত বুধবার (৩১ মে) উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামে আসেন নাইসা। এরপর ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে গত বৃহস্পতিবার বিয়ে হয় তাঁর।
এদিকে, ভারত থেকে আসা তরুণীকে এক নজর দেখতে জুয়েল সরকারের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষজন।
নাইসা মল্লিক বলেন, আমার বাবার নাম খয়রুল আলম মল্লিক। ভারতের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ায় আমার বাড়ি। প্রেমের কথা আমার পরিবারকে জানালে তাঁরা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেই। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি। এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের বিয়ে হয়। পছন্দের মানুষকে বিয়ে করে এখন অনেক সুখে আছি।
জুয়েল সরকার বলেন, দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।
সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী গোলাম মোহাম্মদ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কোর্টে ভারতীয় মেয়ে নাইসা এবং উপজেলার বালসাবাড়ী এলাকার জুয়েলের বিয়ে সম্পন্ন হয়।
জুয়েল সরকারের বাবা ইরান সরকার বলেন, ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের ফেইসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়।এরপর ওই মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা সুখে-শান্তিতে সংসার করছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.