Beanibazarview24.com






গা.জা.র হামাস, লেবাননের হিজবুল্লাহর র.কে. হা.মলা.র মধ্যেই ইসরাইল-জর্ডান সীমান্তে বি.স্ফো.র.ক.বাহী ইরানি সামরিক ড্রো.নে.র দেখা মিলেছে। ইরান থেকে বি.স্ফো.র.ক.বা.হী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে সেটি ধ্বং.স করা হয়েছে বলেও তিনি জানান।




বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরাইল সফরে যান। গা.জা.য় চলমান সংঘাতে তিনি ইসরাইলকে সমর্থন করেন।
এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্নমুখী যু.দ্ধ মো.কা.বেলা করতে হয়েছে, এই আ.গ্রা.স.নের বেশিরভাগ সমর্থন রয়েছে ইরানের।
এ সময় জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসকে নে.তা.নি.য়া.হু বলেন, দুই দিন আগে জর্ডান সীমান্তের কাছে ইরানের ড্রো.ন ভূ.পাতিত করেছে ইসরাইল। আমরা যখন এখানে সং.ঘা.তে.র মধ্যে রয়েছি, কয়েক দিন আগে ইরান সেখানে সামরিক ড্রো.ন পাঠিয়েছে। ইসরাইলের সঙ্গে জর্ডান সী.মা.ন্তে ইরাক অথবা সিরিয়া থেকে আমাদের বাহিনী বা.ধা.গ্র.স্ত হয়েছে বলেও অভিযোগ করেন।
গাজায় চলমান সং.ঘা.তে এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নি.হ.ত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হা.মা.সের হা.ম.লা.য় ১৩ জন ইসরাইলি নি.হ.ত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনিদের জন্য মা.ন.বি.ক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চি.ল.ড্রে.নের মতে, গা.জা.র ৫০টি স্কুল ধ্বং.স করেছে ইসরাইলি বা.হি.নী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হু.ম.কির মুখে পড়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যু.দ্ধ.বি.র.তির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Comments are closed, but trackbacks and pingbacks are open.