Beanibazarview24.com






ইতালিতে বসবাসের জন্য প্রবাসীদের ‘পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট’ দিয়ে থাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহু বছর ধরে বিশেষ কাগজে তৈরি এ ধরনের পারমিট পেয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিসহ অসংখ্য বিদেশি নাগরিক। তবে এবার কাগজে লেখা এসব রেসিডেন্স পারমিট বাতিল করতে যাচ্ছে মেলোনি প্রশাসন।




ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ আগস্টের মধ্যে কাগজে লেখা পারমিট নবায়ন করে ইলেক্ট্রনিক কার্ড দেয়া হবে। কেউ এই কার্ড সংগ্রহ না করলে তার রেসিডেন্স পারমিট স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে।




এদিকে দেশটির সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে বর্তমানে প্রায় ৫৩ লাখ বৈধ অভিবাসী বসবাস করছেন। যার মধ্যে প্রায় দুই লাখ ২০ হাজার প্রবাসী বাংলাদেশি। কাগজে লেখা রেসিডেন্সিয়াল পারমিটধারী বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার।




যাদের বেশিরভাগই ইতালির রেসিডেন্স পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন।
দ্রুত ইলেক্ট্রনিক কার্ড সংগ্রহ না করলে রেসিডেন্স পারমিট স্থগিত হওয়ার শঙ্কায় পড়েছেন তারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.