Beanibazarview24.com






গত বছরের ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। কাজল-গৌতম কিচলু দম্পতির এটি প্রথম সন্তান। পেশাগত ও ব্যক্তিগত নানা বিষয় ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন কাজল। ৯ মাস বয়সী পুত্র নীলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাজল; যা নেটিজেনদের নজর কেড়েছে।




এ ছবিতে দেখা যায়, কাজলের পুত্র নীল প্ল্যাঙ্ক পোজে ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘আমি ভাবছি, সে কিসের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।’ ছোট্ট নীলকে ওয়ার্কআউট করতে দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।




একজন লিখেছেন, ‘২০৪০ সালে অলিম্পিকে যাবে।’ আরেকজন লিখেছেন, ‘সিক্স প্যাক তৈরির জন্য সে প্রশিক্ষণ নিচ্ছে এবং মায়ের মতো ফিট থাকতে চায়।’ আরেকজন লিখেছেন, ‘কিংবদন্তিরা এপ্রিলে জন্ম নেয়।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।




মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন কাজল। বর্তমানে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন শঙ্কর। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— কমল হাসান, সিদ্ধার্থ, প্রিয়া ভবানি শঙ্কর, রাকুল প্রীত সিং, ববি প্রমুখ।







Comments are closed, but trackbacks and pingbacks are open.