Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বিশ্বকাপের ফাইনালে উঠে চমক দেখালেন বাংলাদেশের কলি


বাংলাদেশের শুটারদের বিশ্বকাপ শুটিংয়ে পদক জিততে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ। কারণ, দেশের শুটারদের এখনও বিশ্বকাপে পদক জয় করার মতো দক্ষ করে গড়া যায়নি। সেরা আট থেকেই থমকে গেছে বিশ্বকাপ যাত্রা। তবে বারবারই বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

কামরুন নাহার কলি, দেশের অন্যতম সেরা শুটার তিনি। দেশ ছাড়ার আগেই বিশ্বমঞ্চে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশ কিছুটা ঝলক দেখালেনও এই নারী শুটার।

শনিবার (২৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে অংশ নেন তিনি। এতে কলিসহ বিভিন্ন দেশের ৫৩ জন শুটার অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা আটে জায়গা করে নেন কলি। বাছাইপর্বে ৬২৮ দশমিক ৪ স্কোর করে ষষ্ঠ হন তিনি।

এরপর ফাইনালে অংশ নেন কলি। ফাইনালে কলির স্কোর দাঁড়ায় ১৪৮ দশমিক ৫। এর ফলে শেষ পর্যন্ত অষ্টম স্থান নিয়েই আসর থেকে বিদায় নেন কলি। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কলি ছাড়া অতীতে এমন পারফরম্যান্স করতে পারেননি কোনো বাংলাদেশি শুটার।

জাকার্তা থেকে গণমাধ্যমে কলি জানান, ঢাকায় দলীয় অনুশীলনে আমার স্কোর ৬২৮ থেকে ৬৩০ এর মধ্যে ছিল। এখানে বাছাইয়েও আমি তা বজায় রেখেছি। কিন্তু ফাইনাল রাউন্ডে ভালো হয়নি।

এদিকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের আরও তিনি শুটার। তাদের মধ্যে, সাইরা আরিফিন ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৬তম এবং ৬২৩ স্কোর করে ৩১তম হয়েছেন সাজিদা হক।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.