Beanibazarview24.com






২০২৩ সালের জন্য ইংল্যান্ডের রাজধানী লন্ডন বিশ্বের সেরা শহর হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ডস বেস্ট সিটিস ডট কমের বার্ষিক র্যাংকিংয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে লন্ডন।
বেস্ট সিটিস এর সেরা দশের তালিকায় স্থান পাওয়া অন্য শহরগুলো হলো- প্যারিস, নিউইয়র্ক, টোকিও, দুবাই, বার্সেলোনা, রোমা, মাদ্রিদ, সিঙ্গাপুর এবং আমস্টারডাম।
স্থান, পণ্য, প্রোগ্রামিং, জীবনমান, সমৃদ্ধি এবং প্রচার- এই ৬টি মানদণ্ডে র্যাংকিংটি করা হয়েছে। ‘রিয়েল এস্টেট ও ট্যুরিজম কনসালটেন্সি ফার্ম রেজোন্যান্স’ এর উদ্যোগে এটি পরিচালিত হয়। আর্থিক ও ব্যবসায়িক বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিয়ে তারা এই তালিকা করে।
১১ মিলিয়ন জনসংখ্যার শহরটি তার বৈচিত্র্যপূর্ণ রেস্তোরাঁগুলোর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও শহরটির বিলাসবহুল সম্পত্তি ও বিশ্বের ধনীদের ব্যাপক আকর্ষণও এই র্যাংকিংয়ে বিশেষভাবে মূল্যায়িত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.