Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ঢাকা-সিলেট রুটে উড়ন্ত বিমানে বিয়ে

কানাডাপ্রবাসী দুই ভ্রমণপিয়াসী ঠিক করেছেন দেশে গিয়ে বিয়ে করবেন। তবে গতানুগতিক পদ্ধতিতে বাসা, মসজিদ কিংবা কমিউনিটি সেন্টারে নয়। তারা বিয়ে করবেন আকাশে, উড়ন্ত বিমানে। সঙ্গে থাকবেন বিয়ে পড়ানোর জন্য কাজীসহ দুই পরিবারের সদস্য।

রোববার (২৯ মে) পরিকল্পনা অনুযায়ী বিকেল ৩টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নিয়মিত ফ্লাইট বিজি-৬০৩ এ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে অভিনব এই বিয়ে সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যসহ মোট ১৬ জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশে এটিই প্রথম বিমানে বিয়ে। যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

আকাশপথে বিয়ে সম্পর্কে বর খায়রুল হাসান জানান, জীবনের এই স্মরণীয় মুহূর্তটি আরও স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। ঢাকা থেকে বিমান আকাশে উড্ডয়নের পরপরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিয়ে পড়ান কাজী ওমর ফারুক। দোয়ায় শরীক হন বিমানের সব যাত্রী। বলাবাহুল্য এ সময় বিমানে অন্যান্য যাত্রীদের মধ্যেও বিস্ময় এবং আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে। তারা পুরো আয়োজন আরও উৎসবমুখর করে তোলে।


এ জন্য অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অনুমতি নেয়া হয় একমাস আগে। নিয়ম অনুযায়ী অন্যসব যাত্রীদের বিমানে আরোহণের পর নব দম্পতি বর-বধূর সাজে বিমানে আরোহণ করেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময় বিমানে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরপর অনেক যাত্রী নবদম্পতিকে অভিনন্দন জানান। অনেকে সেলফি তোলেন নব দম্পতির সঙ্গে।

খায়রুল হাসান কানাডার ভ্যানকুভারে থ্রাইভ ডিজিটাল কোম্পানিতে প্রজেক্ট লিড হিসেবে কর্মরত। কনে সাউদা বিনতে সানজিদা টরেন্টোর একটি নামকরা গবেষণা প্রতিষ্ঠানের রেগুলেটরি অ্যাফেয়ার্স-এ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.