Beanibazarview24.com






সিনেমায় গল্পের প্রয়োজনে প্রায়ই শিল্পীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এসব দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছেন অনেক অভিনেত্রী; কিন্তু এবার এর বিপরীত মন্তব্য করলেন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে- তামান্নার দাবি ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন। বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।
সম্প্রতি একটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। তার মতে, পুরুষরা এ ধরনের দৃশ্যের সময় বেশি অস্বস্তিতে পড়েন।
তিনি বলেন, অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সময় নার্ভাস থাকেন। তার নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার ব্যাপার রয়েছে। হোক সে নারী কিংবা পুরুষ।
সাক্ষাৎকারের সময় দক্ষিণী নায়িকা ‘লাস্ট স্টোরিজ-২’তে নিল ভোপালামের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। তিনি জানান, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।
২০১৮ সালে মুক্তি পায় নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’। ২০২৩ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটির সিকুয়েল ‘লাস্ট স্টোরিজ টু’, যেখানে একটি পর্বে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। আগেরটির মতো সিনেমাটির সিকুয়েলও তৈরি হয়েছে মানবজীবনের কামনা-বাসনা নিয়ে।
‘লাস্ট স্টোরিজ টু’ ছাড়া আগামী বছর বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণি সিনেমায়ও দেখা যাবে তামান্নাকে। এ ছাড়া ক্যারিয়ারে প্রথমবারের মতো মালোলম সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বান্দ্রা’ নামের সেই ছবিও মুক্তি পাবে ২০২৩ সালে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.