Beanibazarview24.com






বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে গার্ড অফ অনার দিয়ে বরণ করেছে তার পিএসজির সতীর্থরা। কাতার বিশ্বকাপ জয় শেষে ক্লাবে যোগদানের সময় তাকে এভাবে বরণ করে নেয় তার সতীর্থরা।
মেসিকে গার্ড অফ অনার দেয়ার একটি ভিডিও প্রকাশ করেছে স্পোর্টসস্টার। গার্ড অফ অনারের শেষে মেসিকে স্মারক দেয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
The ultimate respect 👏
Messi's PSG teammates give the Argentine World Cup-winning skipper a guard of honour on his return to trainingpic.twitter.com/faDQYBRvBU
— Sportstar (@sportstarweb) January 4, 2023
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর মেসির হাত ধরে শিরোপা খরা কাটে আর্জেন্টিনার। পুরো বিশ্বকাপ জুড়েই মেসি দেখিয়েছেন তার কারিশমা। ফলাফলে গোল্ডেন বল জিতেছেন নিজে আর দলকে জিতিয়েছেন বিশ্বকাপ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.