Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ইটালিতে আবারও অ’ভিবাসীর ঢল, ১৭ শতাংশই ছিল বাংলাদেশের


ইটালির লাম্পেদুসায় আবারও অ’ভিবাসীর ঢল নেমেছে৷ মাত্র ২৪ ঘণ্টায় দেশটির ভূমধ্যসাগর তীরবর্তী দ্বীপটিতে কয়েকশো অ’ভিবাসী পৌঁছেছেন৷ তাদের জায়গা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ৷

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার প্রায় ৭০০ অ’ভিবাসী দ্বীপটিতে এসে পৌঁছান৷ এর মধ্যে অনেক অ’প্রাপ্তবয়স্কও রয়েছেন৷

বেশিরভাগই এসেছেন টিউনিসিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে৷ একসঙ্গে এত অ’ভিবাসী পৌঁছানোয় তাদের থাকার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ৷ কেননা নতুন অ’ভিবাসীদের রাখার জন্য সেখানে মাত্র ২৫০ জনের ব্যবস্থা রয়েছে৷ যেখানে গত মাসে কয়েক দিনের ব্যবধানেই দ্বীপটিতে প্রায় দুই হাজার অ’ভিবাসী জড়ো হয়েছেন৷

নতুন আগতদের কোয়ারান্টিনের জন্য জাহাজে ও দেশটির অন্যান্য অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

গত বছরের তুলনায় লাম্পেদুসায় আসা মোট অ’ভিবাসীর সংখ্যা তিনগুণ ছাড়িয়েছে৷ চাপ সামলাতে ইউরোপের অন্য দেশগুলোকেও অ’ভিবাসীদের ভা’র নেয়ার আহ্বান জানিয়েছে রোম৷ তবে কয়েকটি দেশের রাজনীতিবিদরা এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন৷

চলতি মাসের শুরুতে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে আসা অ’ভিবাসীদের ১৭ শতাংশই ছিল বাংলাদেশের৷ দেশভিত্তিক হিসাবে এরপরই রয়েছে টিউনিসিয়া (১৪ শতাংশ), আইভরি কোস্ট (১০ শতাংশ), ইরিত্রিয়া (সাত শতাংশ) থেকে আসা অ’ভিবাসী৷

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.