Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আপনার অজান্তেই চুরি হচ্ছে মোবাইল ফোনের তথ্য, যেভাবে রোধ করবেন

প্রযুক্তিকে নিত্য নতুন উপায়ে অপরাধমূলক কাজে ব্যবহার করে চলছে একগুচ্ছ অসৎ লোক। তাদের হাত থেকে বাঁচতে গোড়াতেই প্রয়োজন সাবধান হওয়া। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি।

সম্প্রতি রিয়েলমি ফোনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস,একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে।

তাই ফোনের তথ্য চুরি ঠেকাতে ফোনের সেটিংস অপশনে কিছু পরিবর্তন আনুন। আপনার ফোন যদি রিয়েলমি, অপো বা ওয়ানপ্লাস হয় তাহলে এই অপশন খুব সহজে খুঁজে পাবেন। তবে অন্য অনেক ফোনেই ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন।
Mobile phone data is being stolen without your knowledge


চলুন দেখে নেয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন:-

>> এজন্য প্রথমে আপনাকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।

>> এখানে পাবেন ‘অ্যাডিশনাল সেটিংস’ অপশন।

>> সেখানে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিন।

>> ‘এনহ্যান্সড সিস্টেম সার্ভিস’ অপশন আনচেক করুন।

>> এরপর আপনার ফোনটি রিস্টার্ট করুন।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.