Beanibazarview24.com






ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উ.দ্ধা.র করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিপদ সংকেত পাওয়ার পর দুটি উ.দ্ধা.র.কা.রী জাহাজ পাঠায় মানবাধিকার সংগঠন ওশান ভাইকিং।




এ সময় অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা থেকে অন্তত ২১৬ জনকে উ.দ্ধা.র করা হয়। তাদের অধিকাংশকেই অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।




অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগ পশ্চিম আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে ১১৪ জনই অল্প বয়স্ক।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি জানায়, একের পর এক প্রা.ণ.হা.নির পরও থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা। উন্নত জীবনের আশায় প্রায়ই ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান অভিবাসনপ্রত্যাশীরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.