Beanibazarview24.com
পৃথিবীতে মায়ের ভালোবাসা ও ঋণ কখনও শোধ করা যায় না। কারণ, সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একদমই অন্যরকম।
রোববার (১৪ মে) বিশ্ব মা দিবস। এ উপলক্ষে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।
পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
সুলতানা সামসুন্নাহার, আমার মা। একটি দিনের ফ্রেমে তো আর মা কে বাঁধা যায় না। মা আছে সব দিনেতে, সব খানেতে, হয়ে মনের আয়না।
আম্মু, ‘বিশ্ব মা দিবস’-এ হৃদয়ের সবটুকু ভালোবাসা, শুভেচ্ছা তোমার জন্যে।
ছবির মতো করেই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাই সারা জীবন আম্মু। তুমি ভালো থাকলেই আমাদের সবটুকু ভালো থাকা। তোমার জন্যই আমাদের অস্তিত্ব। এ জীবনের সব কৃতজ্ঞতা তোমার কাছে আম্মু। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল অপার ভালোবাসা ও শ্রদ্ধা।
আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, আমার ভালোবাসার কথা কি আপনি শুনতে পারছেন মা?। আমাদের মাঝে থাকলে আপনাকেও জানাতাম বিশ্ব মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.