Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সালমান শাহের জিনিসপত্র নিলামে না তুলতে মায়ের উকিল নোটিশ


ঢাকাই সিনেমার মহানায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। তবে কোটি ভক্তের অন্তরে তিনি আজও অমর হয়ে আছেন। সেই ভক্তদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছিলো প্রিয় নায়কের ব্যবহার করা টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে উঠার ঘোষণার মধ্য দিয়ে।

তবে সেই সুযোগ সম্ভবত শেষপর্যন্ত আর পূরণ হচ্ছে না। কারণ, সালমানের পরিবার আপত্তি জানিয়েছে এই নিলামের ব্যাপারে। বরং সালমান শাহের মা নীলা চৌধুরী ও মামা কুমকুম সালমান ভক্তের কাছে ওই টিশার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন।

গতকাল ২০ জুলাই দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্তের উদ্ধৃতি দিয়ে জাগো নিউজ ‘নিলামে উঠছে সালমান শাহের টিশার্ট ও মাথার ব্যান্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে মামুন জানান, প্রায় ২০ বছর ধরে তার সংগ্রহে রয়েছে ‘অন্তরে অন্তরে’ সিনেমায় সালমান শাহ’র ব্যবহার করা একটি টিশার্ট ও মাথার একটি ব্যান্ড।

নায়কের মা নীলা চৌধুরী প্রায় ২০ বছর আগে এ দুটি জিনিস স্মৃতি হিসেবে মামুনকে উপহার দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এবার করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের কল্যাণে তিনি সেইসব জিনিস নিলামে তুলতে চান। প্রিয় নায়কের টিশার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে অসহায়দের সাহায্য করাই তার উদ্দেশ্য।

কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই এই দুটি জিনিস নিলামে তোলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। জাগো নিউজের ওই সংবাদের প্রেক্ষিতে নীলা চৌধুরী ও তার পরিবারের আইনজীবী হিসেবে অ্যাড. ফারুক আহমেদ স্বাক্ষরিত একটি উকিল নোটিশ আজ মঙ্গলবার (২১ জুলাই) মামুনুর রেজা মামুনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সালমান শাহ ভক্ত মামুনুর রেজা মামুনের উদ্দেশ্য আমি নিম্ন লিখিত স্বাক্ষরকারী সালমান শাহ জননী নীলা চৌধুরী ও তার পরিবারের আইনজীবী হিসাবে অবগত করছি যে, অনলাইন পত্রিকা জাগো নিউজে ২১/০৭/২০১০ইং তারিখ আপনার উদ্ধৃতি দিয়ে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমায় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র ব্যবহৃত ১টি টি-শার্ট ও ১টি মাথার ব্যান্ড নিলামে উঠানাের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যাহা তার পরিবার ও অন্যান্য ভক্তবৃন্দের দৃষ্টি গােচর হয়েছে। সালমান শাহ জননী প্রবাস থেকে এবং কুমকুম মামা সিলেট থেকে আমাকে অবগত করেন যে, এরূপ টি-শার্ট ও মাথার ব্যান্ড আপনাকে কখনও স্মৃতি হিসেবে দেয়নি।

উনারা আরো বলেন যে, আপনি সালমান শাহ’র মৃত্যুর পর অন্যান্য ভক্তবৃন্দের সহিত বাসায় আসা যাওয়া করে থাকতে পারেন। সেই সময়ে সালমান শাহ’র ব্যবহৃত কাপড় চোপড় এলােমেলাে অবস্থায় ছিল। সালমান শাহ’র অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বিপর্যস্থ ছিল। এই সময়ে অনেক ভক্তবৃন্দ গুনগ্রাহী বাসায় আসা যাওয়া করেছিল। পরবর্তিতে সালমান শাহ’র ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনার দাবীকৃত সালমান শাহ’র জননী ও তার পিতা স্মৃতি চিহ্ন হিসেবে কিছু উপঢৌকন আপনাকে প্রদান করেন মর্মে দাবী সঠিক নহে।’

টি-শার্ট ও ব্যান্ড নিলামে না তোলার অনুরোধ জানিয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘আপনাকে অবগত করা যাচ্ছে যে, চির অমর নায়ক সালমান শাহ’র ব্যবহৃত টি-শার্ট ও মাথার ব্যান্ডসহ অপরাপর সামগ্রী নিলাম বিক্রি করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হইল। আপনাকে আরো বিশেষভাবে অনুরােধ করা যাচ্ছে যে, উক্ত টি-শার্ট ও ব্যান্ড ছাড়াও আপনার নিকট রক্ষিত অপরাপর জিনিসপত্র সালমান শাহ’র জননী বা তার পরিবারের নিকট ফেরত প্রদানের জন্য আহবান করা হইল। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’

এ নোটিশ সম্পর্কে জানতে সালমান ভক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না আমি। কোনো নোটিশও আসেনি। তাই এ নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে নিলামে তোলার আগে চেষ্টা করবো সালমান শাহ’র মা নীলা চৌধুরীর সঙ্গে কথা বলতে। আশা করছি ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।’

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.