Beanibazarview24.com






স্ত্রী ও কন্যাকে নিয়ে ওমরাহ হজ পালন করলেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে গায়ক নিজেই জানিয়েছেন এ তথ্য।
শনিবার নিজের ফেসবুকে অ্যাকাউন্ট সৌদি আরবের মক্কা নগরীর কাবা থেকে কয়েকটি ছবি পোস্ট করেন রবি।
সেখানে তিনি বলেন, ‘২০০৩ সালে মাকে নিয়ে বড় হজ করেছিলাম। ২০ বছর পর আজকে পরিবার নিয়ে ওমরা হজ শেষ করলাম। আলহামদুলিল্লাহ।’
গায়কের ছবিগুলোয় তার স্ত্রী ও কন্যাকে দেখা যায়। ২০১৫ সালে চট্টগ্রামের মেয়ে রিফাত আরা রামিজাকে বিয়ে করেন রবি।
এর আগে গত অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আবার মহামারি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। উভয় সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
রবি গান গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেও থাকেন। সেই নব্বই দশক ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, নাটক ও প্লেব্যাক মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.