Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সে’না: রোহিঙ্গাদের দেখামাত্র গু’লির নির্দেশ ছিল


মিয়ানমারের দুই সে’না স’দস্য রোহিঙ্গাদের ওপর কীভাবে ব’র্বর নি’র্যাতন করা হয়েছে তার স্বীকারোক্তি দিয়েছে আন্তর্জাতিক অপ’রাধ আদলতে (আইসিসি)। তারা জানিয়েছে, ২০১৭ সালে রাখাইনে রো’হিঙ্গাদের বিরু’দ্ধে মিয়ানমার সামরিক বাহিনীর ক্লিয়া’রেন্স অপারে’শনের সৈ’নিকদের ওপর নির্দেশ ছিল ‘যাকে দেখবে তাকে গু’লি করবে’। এ সময় তারা কীভাবে একে একে গ্রামের পর গ্রাম, গণক’বর, হ’ত্যা ও ধ’র্ষণ করেছে তার বর্ণনা দিয়েছে।

স্বীকারোক্তি দেয়া দুই সৈনিক হল– মিও উইন তুন (৩৩) ও জ নায়েং তুন (৩০)।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

মিও উইন তুন জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের আনুগত্য করেছেন। ৩০ জন রোহিঙ্গা মুসলমানদের গণহ’ত্যায় অংশ নিয়েছিলেন। সে সময় সেল টাওয়ার ও সামরিক ঘাঁটির কাছে একটি গণক’বর দিয়েছেন।

জ নায়েং তুন বলেন, আমরা প্রায় ২০ টি গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছি। পরে শিশু ও বয়স্কদের মৃ’তদেহ একটি গণক’বরে ফেলেছি। এই দুইজন হে’গে অবস্থিত আন্তর্জাতিক অপ’রাধ আদালতে এসব কথা বলেন।

স্বীকারো’ক্তি অনুযায়ী শুধুমাত্র এই দুজন কমপক্ষে ১৫০ জন রোহিঙ্গা হ’ত্যাকা’ণ্ডের সঙ্গে জড়ি’ত। এ ছাড়া কয়েক ডজন গ্রাম ধ্বং’সের সঙ্গে জড়িত।

এদিকে ফরটিফাই রাইটসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকারোক্তির ফলে ধারণা করা হচ্ছে, ওই দুই সৈনিক কোর্টের কাছে নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ভবিষ্যতে মা’লায় কাজ করবে। আইসিসির বিভিন্ন ধরনের সাক্ষী সুরক্ষার (উইটনেস প্রটেকশন) নিয়ম আছে এবং তার অধীনে এ ধরনের সাক্ষীদের সব ধরনের সুরক্ষা দেওয়া হয়।

ওই সৈনি’করা ১৯ জন ব্যক্তির নাম উল্লেখ করেছে যারা সরাসরি এ ধরনের নৃ’শংসতা করেছে। এছাড়া ছয় জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এসবের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, আইসিসিতে রোহিঙ্গা গণহ’ত্যা বিষয়ক অপরা’ধের তদন্ত প্রক্রিয়া চলছে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.