Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

পরীমনিকে ধ.র্ষ.ণ-হ.ত্যা.চে.ষ্টা মা.মলায় নাসির-অমির জামিন


ধ.র্ষ.ণ.চে.ষ্টা, হ.ত্যা.চে.ষ্টা ও হু.ম.কির অ.ভি.যো.গে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমনি করা মা.ম.লায় রি.মা.ন্ড শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই ওসমান মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন রি.মা.ন্ড শেষে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মা.ম.লার ত.দ.ন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কা.রা.গা.রে আ.ট.ক রাখার আবেদন করেন মা.মলার ত.দ.ন্তকারী কর্মকর্তা। এ সময় আ.সামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ ৮ জুলাই পর্যন্ত জামিন দেন আদালত।

এদিকে, গত ১৪ জুন পরীমনি বাদী হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে মা.মলা দায়ের করেন। এরপর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এ মা.মলার এজাহার গ্রহণ করে আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ঘটনার পর রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে নাসির উদ্দিনসহ পাঁচজনকে .মা.দ.ক.সহ গ্রে.ফ.তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরপর, গত ২৩ জুন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আইনজীবী রি.মা.ন্ড বা.তিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বি.রোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রি.মা.ন্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৫ জুন পরীমনির করা মামলায় নাসির ও অমিকে গ্রে.ফতার দেখানোসহ দশ দিন করে রি.মান্ডে নিতে আবেদন করেন মামলা ত.দন্তকারী কর্মকর্তা।

পরীমনির মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় পরীমনি তার বর্তমান ঠিকানার বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি, অমি, বনিসহ দুটি গাড়িযোগে উত্তরার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাকে অমি বলে, বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব লিমিটেডে তার দুই মিনিটের কাজ আছে। অমির কথামতো তারা ঢাকা বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করে। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। তখন অমি পরীমনিকে অনুরোধ করে, এখানে পরিবেশ সুন্দর, তোমরা নামলে নামতে পারো। তারপর পরীমনি ঢাকা বোট ক্লাবে ঢুকে ট.য়লেট ব্যবহার করে।

ট.য়লেট থেকে বের হওয়ার পর আসামি নাসির উদ্দিন মাহমুদ তাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। তখন পরীমনি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ আসামি নাসির উদ্দিন মাহমুদ ম.দ্য.পা.ন করার জন্য জোর করেন। এসময় ম.দ্য.পা.ন করতে না চাইলে আসামি নাসির উদ্দিন মাহমুদ জো.র করে পরীমনির মু.খের মধ্যে ম.দে.র বো.ত.ল ঢুকিয়ে ম.দ খাও.য়ানোর চেষ্টা করে। এতে পরীমনি সামনের দাঁত ও ঠোঁটে আ.ঘা.ত পান। তখন আসামি নাসির উদ্দিন মাহমুদ পরীমনিকে অ.ক.থ্য ভা.ষা.য় গা.লি.গা.লা.জ করে।

এমনকি পরীমনির শরীরের বিভিন্ন স্থা.নে স্প.র্শ করে এবং তাকে জো.র করে ধ.র্ষ.ণের চেষ্টা করে। আসামি নাসির উদ্দিন মাহমুদ উ.ত্তে.জিত হয়ে টেবিলে রাখা গ্লা.স ও ম.দে.র বো.তল ভা.ঙচু.র করে পরীমনির গায়ে ছু.ড়ে মা.রে। তখন তার কস্টিউম ডিজাইনার জিমি আসামি নাসিরকে বাধা দিতে চাইলে তাঁকেও মারধর করে। এ সময় পরীমনি ৯৯৯–এ কল করতে গেলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি টান মেরে ফেলে দেওয়া হয়। আসামি অমিসহ অ.জ্ঞা.ত.নামা চারজন আসামি নাসিরকে ঘটনা ঘটাতে সহায়তা করে।

মামলার অভিযোগে আরো উল্লেখ করা হয়, আসামি অমি পূর্বপরিকল্পিতভাবে প.রীমনির বর্তমান বাসা থেকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যায় এবং আসামি অমিসহ অজ্ঞাতনামা চারজন আসামির সহায়তায় আসামি নাসির উদ্দিন মাহমুদ আমার শরীরের বিভিন্ন স্থানে স্প.র্শ করে এবং জো.রপূর্বক আমাকে ধ.র্ষ.ণের চেষ্টা করে। তখন পরীমনি তার সঙ্গীদের সহায়তায় ধ.র্ষ.কের হাত থেকে রক্ষা পান। এরপর আনুমানিক রাত তিনটার সময় পরীমনি তার গাড়িযোগে প্রায় অচেতন অবস্থায় ফিরে যান।

মা.মলার অভিযোগে আরো বলা হয়, আসামিরা বিভিন্ন মাধ্যমে পরীমনিকে বিভিন্ন ধরনের ভ.য়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। ওই বিষয়ে তার পরিবার, শিল্পী সমিতি ও অন্যদের সঙ্গে আলোচনা করায় এজাহার দায়ের করতে বিলম্ব হলো।

উল্লেখ্য, নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের সদস্য। তিনি ৩৭ বছর ধরে ডেভেলপার ব্যবসায়ে আছেন। ১০ বছর ধরে মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। কুঞ্জ ডেভেলপার্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের এমডি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন। তিনি ও তার প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি), রাজউক, রেলওয়েসহ সরকারি-বেসরকারি নানা ঠিকাদারি কাজ করেন।

নাসির ইউ মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি, লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জাতীয় পার্টির (জাপা) একজন প্রেসিডিয়াম সদস্য। ২০২০ সালের ২৮ ডিসেম্বর জাপার ৯ম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.