Beanibazarview24.com






শোবিজ অঙ্গন গত বছর নানা কারণে আলোচনায় ছিল। তার মধ্যে অন্যতম বিয়ে ও বিচ্ছেদ। তবে বিচ্ছেদ ঘিরে শোরগোল বেশি ছিল। এ ঘটনা আরও বেশি উসকে দিয়েছে নতুন বছরের শেষ ছয় দিন। কারণ, এ সময়ে বড় ও ছোট পর্দা মিলিয়ে তিনটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।




রাশেদ জামান-স্বাগতা
অভিনেত্রী জিনাত শানু স্বাগতার সংসার ভেঙে গেছে। খ্যাতিমান চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে ২০২১ সালের ২৬ ডিসেম্বর এই অভিনেত্রীর ডিভোর্স হয়ে যায়। প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাশেদ জামানকে ভালোবেসে বিয়ে করেছিলেন স্বাগতা। বিয়ের আগে তাদের দীর্ঘ ৭ বছরের প্রেম ছিল।




স্বাগতা জানান, মতের অমিল হওয়ায় পারিবারিক বোঝাপড়ায় ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
শিহাব শাহীন-জাকিয়া বারী মম
চার বছর গোপন রাখার পর অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। এবার তাদের বিচ্ছেদেরও খবর এসেছে দুই বছর পর।
দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব।
মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।
রাজ-পরী
গত বছরের শেষ দিনেই নিজের বিচ্ছেদের খবর দিলেন নায়িকা পরীমনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রাজের সাথে বিচ্ছেদের খবর জানান এই নায়িকা।
পরীমনি তার ফেসবুকে লিখেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।
রাজের সাথে পরীমনির বেশ কিছুদিন ধরেই নানা বিষয়ে ঝামেলা চলছিলো। এর সত্যতা মিলে পরীর দেয়া নানা ফেসবুক স্ট্যাটাসে মাধ্যমে। যদিও পাবলিকলি তারা বেশ সুখেই আছেন বলে বুঝাতেন সবাইকে। তবে শেষ পর্যন্ত পরীমনির স্ট্যাটসের মাধ্যমে ফের প্রমাণ হলো তারা ভালো নেই।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা৷ সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
Comments are closed, but trackbacks and pingbacks are open.