Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সৌদিতে আক্রা’ন্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল


সৌদি আরবে গত একদিনে ৪৩০১ জন করোনাভাইরাসে আক্রা’ন্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ১৫০২৯২ জন। টানা ৬ দিন ধরে দৈনিক ৪ হাজারের উপরে আক্রা’ন্ত হয়ে আসছে দেশটিতে, তবে আজ কিছুটা কমেছে। একদিনে মৃ’ত্যু হয়েছে ৪৫ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ১১৮৪ জন।

১৯ জুন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। আজকের সুস্থ হয়েছেন ১৮৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৯৫৭৬৪ জন।
দেশটি কোভিড-১৯ ভাইরাসে আক্রা’ন্ত হয়ে চিকিৎসাধীন ৫৩৩৪৪ জনের মধ্যে আশঙ্কাজনক রয়েছেন ১৯৪১ জন।

আজও সর্বোচ্চ আক্রা’ন্ত দেশটির রাজধানী রিয়াদ; ১০৯১ জন, হুফোফ ৪৩০ জন, জেদ্দায় ৩৮৪ জন, মক্কা মুকাররমায় ৩০৫ জন, তায়েফ ২১৩ জন কাতিপ ১৮০ জন, দাম্মাম ১৬৭ জন, আল খোবার ১৫৩ জন, আল মুবারাজ ১৪৫ জন, মদিনা মুনাওয়ারায় ১০৪ জন, জাহারান ৭৫ জন, ওয়াদি আল দাওয়াসির ৭৫ জন, আল জুবাইল ৫৯ জন, খামিস মুশাইত ৫৪ জন, সাফওয়া ৫৩ জন,হায়েল ৪৭ জন।

এছাড়া আল খারিজ ৪০ জন,আদ দিরিয়াহ ৩৬ জন, নাজরান ৩৫ জন, তাবুক ৩৫ জন, আল মাজাহামিয়া ৩০ জন, আবহা ২৮ জন, রাস তান্নুরা ২৫ জন, হাপের আল বাতেন ২৪ জন, বুরাইদা ২৩ জন, ইয়ানবু ২১ জন, আল জুপর ১৭ জন, বিশা ১৭ জন, আফিফ ১৬ জন, আল মাজময়াহ ১৫ জন, আল উয়ুন ১৪ জন, আহাদ রুপাইদা ১২ জন, সামতা ১১ জন, হুরাইয়া মালা ১১ জন, আলবাহা ১০ জন, সাকাকা ১০ জন,জাহারান আল জুনুব ১০ জন ও জিজান ১০ জন।

এছাড়াও আরও কিছু অঞ্চলে কয়েকজন করে নতুন আক্রা’ন্তের খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান প্রথম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এ পর্যন্ত ৮৫ লাখ ৯ হাজার ৩৯৩ জন আক্রা’ন্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৫৪ হাজারের মতো। সুস্থ হয়েছেন ৪২ লাখের ও বেশি।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.