Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ইংল্যান্ডে ইউরোপীয়রা সব চলে যাচ্ছে, বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি হয়েছে


ব্যারিস্টার সাবরিনা জেরিন:
ব্যারিস্টার সাবরিনা জেরিন জানান, ‘‘ব্রেক্সিটের কারণে এখন ইংল্যান্ডে বাংলাদেশিদের জন্য অভিবাসন আরো সুবিধাজনক হয়েছে৷ ব্রেক্সিটের আগে ইউরোপীয়, বিশেষ করে পূর্ব ইউরোপীয় অনেক দেশের নাগরিক ইংল্যান্ডে নানা ধরনের কাজে যুক্ত ছিল৷ বাংলাদেশিদের অনেকেই সেখানে গিয়ে কাজ পেতেন না৷ রাস্তায়ও ঘুমাতে হয়েছে৷ কিন্তু ব্রেক্সিট হওয়ায় পর ইউরোপীয়রা সব চলে যাচ্ছে৷ বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি হয়েছে৷ তারা কাজ পাচ্ছেন৷’’

বাংলাদেশি যারা ইংল্যান্ডে যায়, তারা মেটামুটি শিক্ষিত৷ প্রচুর খাটতে পারে৷ ফলে তাদের সুনাম আছে৷ ইটালিতেও বাংলাদেশিদের কাজের সুনাম আছে৷

ইটালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয়া হচ্ছে৷ বিশেষ করে কৃষিখাতে এখন তাদের লোক প্রয়োজন৷ এটাও বাংলাদেশিদের জন্য একটা সুযোগ৷

ইউরোপের বাইরে ক্যানাডা এবং অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকেই আবেদন করে নাগরিকত্ব পাওয়া যায়৷ পয়েন্ট সিস্টেম আছে৷ নানা দক্ষতা এবং অবস্থার জন্য পয়েন্ট নির্ধারণ করা আছে৷ ছয় মাসের মধ্যেই নাগরিকত্ব পাওয়া যায় অস্ট্রেলিয়ায়৷ তারপর একটি নির্দিষ্ট সময় পরপর ওই দেশে গিয়ে থাকতে হয় নাগরিকত্ব বহাল রাখার জন্য৷ ক্যানাডায় তিন বছরের মধ্যে আর ইউরোপের দেশগুলোতে পাঁচ বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায়৷

এশিয়ায় আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়ায়ও বিনিয়োগকারী হিসেবে বৈধ অভিবাসনের সুযোগ আছে৷ আরব আমিরাতে মাত্র পাঁচ হাজার ডলারে রেসিডিন্ট পারমিট পাওয়া যায়৷

সাবরিনা জেরিন বলেন, ‘‘না জেনে, না বুঝে ঝাঁপ দেয়া ঠিক না৷ নিজের দক্ষতা আর যোগ্যতা বিবেচনা করেই ইউরোপে অভিবাসী হওয়ার চেষ্টা করতে হবে৷ অবৈধভাবে প্রবেশ করলে অনেক ক্ষতির মুখে পড়তে হতে পারে৷’’

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.