Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

নিউইয়র্ক বিমানবন্দরে যে তথ্য না দিলে গুনতে হবে দুই হাজার ডলার

If you don't give that information at the New York airport, you will have to pay two thousand dollars


নিউইয়র্ক বিমানবন্দরে আসা কিংবা ছেড়ে যাওয়া যাত্রীদের তথ্য দিতে হবে কর্তৃপক্ষকে। তথ্য না দিয়ে কোনো যাত্রী বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া করলে তাকে পড়তে হবে জরিমানার মুখে। এজন্য প্রত্যেক যাত্রীকে একটি ফরম পূরণ করতে হবে।

সংশ্লিষ্ট যাত্রীরা কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন, তার সকল তথ্য দিয়ে ফরম পূরণ করে বিমানবন্দরের কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে। কোনো যাত্রী স্বেচ্ছায় তা না দিয়ে বিমানবন্দর ত্যাগ করলে তাকে দুই হাজার ডলার জরিমানা দিতে হবে। এজন্য ওই যাত্রীর বিরুদ্ধে একটি সমনও পাঠানো হবে।

এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। ১৩ জুলাই গভর্নর ঘোষণা করেন, তিনি নিউইয়র্কের ট্রাভেল অ্যাডভাইজরিতে থাকা স্টেটগুলো থেকে স্টেট-বহিরাগত ভ্রমণকারীদের জন্য নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। নিউইয়র্কে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কার্যকর করতে সহায়তা করার জন্য যোগাযোগের তথ্য সরবরাহ করতে এই উদ্যোগ নেন গভর্নর।

কুমো বলেন, বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের তথ্য ফরম পূরণ করতে হবে। অনলাইনেও এই ফরম পূরণ করা যাবে। তবে নিউইয়র্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগেই ফরমটি পূরণ করে জমা দিতে হবে।

তিনি আরও বলেন, কেউ তথ্য না দিয়ে বিমানবন্দর ত্যাগ করলে তার বিরুদ্ধে সমন পাঠিয়ে তাকে দুই হাজার ডলার জরিমানা করা হবে। গভর্নর সবাইকে স্মরণ করিয়ে দেন, এ ধরনের সমন কারো জন্যই সম্মানজনক হবে না।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.