Beanibazarview24.com






পুত্র রাজ্যকে নিয়ে পরীমণির আয়োজনের কোনো কমতি নেই। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় যায় তা। প্রত্যেক মাসেই কেক কেটে সন্তানের জন্মদিন পালন করেন তিনি।
নতুন খবর হচ্ছে, এবার ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন পরীমণি। সোনার চামচে সন্তানের মুখে ভাত দেবেন তিনি। সামাজিক মাধ্যম থেকে জানা গেছে এ খবর।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে সোনার চামচ ও পাত্রের কয়েকটি ছবি দিয়েছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?’
এদিকে রাজ-পরীর ভালোবাসাকে নেটিজেনদের কেউ কেউ আদিখ্যেতা বলে মনে করেন। সেটা জানেন পরীমণি। সেকারণেই হয়তো নিন্দুকের কথার অগ্রিম জবাব হিসেবে শেষ লাইনে তিনি লিখেছেন, ‘এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
Comments are closed, but trackbacks and pingbacks are open.