Beanibazarview24.com






এই দৃশ্য দেখা গিয়েছিল গত বছর ভা’রতের বিভিন্ন ম’সজিদে। মু’সল্লিদের জো’রপূর্বক ম’সজিদ থেকে বের করে দেওয়া হয় এবং লা’ঠিচার্জ করা হয়। এবার সেই দৃশ্য দেখা গেল এরদোগানের দেশ তুরস্কে।
ম’সজিদ থেকে মু’সল্লিদের জো’রপূর্বক বের করে দিয়েছে পু’লিশ। দেশটির দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি ম’সজিদ খালি করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
করো’নাভাই’রাসে চলমান নিষেধাজ্ঞায় এসব ম’সজিদে অবস্থান করছিলেন ওই মু’সল্লিরা। তবে ওই সব মু’সল্লিরা এক ধ’র্মীয় নেতার অনুসারী বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (২ মে) তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের ম’সজিদে দেখা যায়, বল প্রয়োগ করে মু’সল্লিদের বের করে দিচ্ছে পু’লিশ।
সে সময় কেউ কেউ চি’ৎকার করে বলেন, ‘আম’রা কোরআন পড়ছিলাম’। তবে মু’সল্লিদের ম’সজিদ থেকে বের করে দিতে একজন পু’লিশ কর্মক’র্তা পিপার স্প্রেও প্রয়োগ করেন।
তুরস্কে সম্প্রতি করো’নাভাই’রাসের প্রাদুর্ভাব বেড়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৩৩ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃ’ত্যু হয়েছে ৩৪৭ জনের।
এ নিয়ে তুরস্কে করো’নায় আ’ক্রান্ত হয়ে প্রায় ৪২ হাজার মানুষের মৃ’ত্যু হয়েছে। তুরস্ক করো’নাভাই’রাসের বিস্তার রোধে ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এ লকডাউনের আওতায় ম’সজিদে প্রার্থনাতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
গাজিয়ানটপ প্রদেশের পু’লিশের দাবি— মু’সল্লিদের একটি দল ম’সজিদে টানা অবস্থান করছে। তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রোজার শেষ দিন পর্যন্ত ম’সজিদে থাকার পরিকল্পনা নিয়েছিল।
গাজিয়ানটপ প্রদেশের গভর্নর অফিস থেকে বলা হয়েছে, তিনটি ম’সজিদে ৭৬ জন অবস্থান করছিল। এর আগেও তাদের বি’রুদ্ধে সহিং’স কর্মকা’ণ্ডের অ’ভিযোগ আছে। এরা প্রত্যেকেই আলপারস্লান কুইতুল নামের এক ধ’র্মীয় নেতার অনুসারী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.