Beanibazarview24.com






গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে সা.মরিক অ.ভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে এখনও দেশটিতে চলছে সংঘা.ত। দেশটিতে রুশ হা.মলায় এ পর্যন্ত বহু সা.মরিক-বেসামরিক লোকজন হ.তাহ.ত হয়েছে। রুশ সে.নাদের বিরু.দ্ধে অভি.যোগ রয়েছে ধ.র্ষণেরও। এবার তার প্র.তিবাদে চলমান কান উৎসবে ভিন্নধর্মী এক প্রতিবাদ দেখলো বিশ্ব। ন.গ্ন হয়ে রুশ ধ.র্ষণের প্রতিবাদ করেন এক ত.রুণী।




নিজের পরনের পোশাক ছিঁ.ড়ে ন.গ্ন হওয়া ওই তরুণীর গায়ে আকা ছিল ইউক্রেনের পতাকা। যার উপর ইংরেজিতে লেখা ছিল- ‘আমাদের ধ.র্ষণ করা বন্ধ করো।’ এছাড়া তার শরীরজুড়ে র.ক্তের লা.ল রঙের ছোপ। এর আগে জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের হাতে ধ.র্ষিত হওয়ার খবর পেয়েছেন ত.দন্তকারীরা।





নাটকীয় এই পর্বটি যখন ঘটেছিল তখন ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ দেখানো হচ্ছিল। ত.রুণীটি কানের রে.ড কার্পেটে এসে নিজের পোশাক ছিঁ.ড়ে ফেলেন এবং তাকে সরিয়ে নেয়ার আগ পর্যন্ত চি.ৎকার করতে থাকেন।




কানের রেড কার্পেটে এর আগেও বহু প্রতিবাদের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যের অভিযোগ ৮২ জন মহিলা প্র.তিবাদ করেছিলেন। এর কয়েকদিন পরে কার্পেটে ব.র্ণবাদবি.রোধী প্র.তিবাদও হয়েছিল।
সূত্র: ইয়াহু নিউজ।







Comments are closed, but trackbacks and pingbacks are open.