Beanibazarview24.com






আসন্ন রমজান উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। সোমবার দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, ২০২১ সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য ৬৮০টি পণ্যের দাম কমানো হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এটি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং চলবে শেষ রোজা পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য পন্যগুলো হচ্ছে, পাস্তা, চিনি, ফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখন ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য।
এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.