Beanibazarview24.com






করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্যসহ ইউরোপের যে কোনো দেশ থেকে আসলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৭ মে) সিভিল এভিয়েশন কতৃপক্ষ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্য এবং ইউরোপের বাইরে অন্য দেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।




এর আগে, গত বছরের ডিসেম্বরের প্রথমদিকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে তা কমিয়ে সাতদিন করা হয়েছিল।




দেশে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি হয়। ওই নির্দেশনায় বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।







Comments are closed, but trackbacks and pingbacks are open.